
Santipur : BLO-র জালিয়াতি! শান্তিপুরের ভোটার হয়ে গেলেন রানাঘাটের! তীব্র উত্তেজনা
Santipur : ২০১৪ থেকে নিয়মিত ভোট দিচ্ছেন, কিন্তু ২০২৪ নির্বাচনের আগে তার ভোটার টোকেন না পাওয়ায় তিনি সমস্যার মুখে পড়েন। তদন্তে দেখা যায়, তার নাম “রানাঘাটে ট্রান্সফার” করা হয়েছে। সুষেনবাবু দাবি করেছেন, তিনি কখনো ফর্ম পূরণ করেননি।
Santipur : নদিয়ার শান্তিপুরে এক ভোটারের নাম অনুমতি ছাড়া অন্য এলাকায় স্থানান্তরের অভিযোগে উত্তেজনা তৈরি হয়েছে। শান্তিপুর পৌরসভার বাসিন্দা সুষেন বিশ্বাস জানান, ২০১৪ থেকে নিয়মিত ভোট দিচ্ছেন, কিন্তু ২০২৪ নির্বাচনের আগে তার ভোটার টোকেন না পাওয়ায় তিনি সমস্যার মুখে পড়েন। তদন্তে দেখা যায়, তার নাম “রানাঘাটে ট্রান্সফার” করা হয়েছে। সুষেনবাবু দাবি করেছেন, তিনি কখনো ফর্ম পূরণ করেননি। প্রয়োজনীয় নথি দু’বার জমা দেওয়া সত্ত্বেও সংশোধন হয়নি। স্থানীয় বিএলও প্রণব বিশ্বাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এবং নির্বাচন কমিশন এই ঘটনার তদন্ত শুরু করেছে।