- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত, সোমবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Weather News: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত, সোমবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?
- FB
- TW
- Linkdin
চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আচমকা ঊর্ধ্বমুখী হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এর মধ্যেও খানিকটা আশার খবর জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
১২ অগাস্ট, মঙ্গলবার বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে মঙ্গলবারের পর থেকে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায়। একেবারে টানা শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে মনে করা হচ্ছে।
ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে কেরল, মাহে, অন্ধ্র প্রদেশ ও তেলঙ্গানার উপকূলবর্তী অঞ্চলেও ঘোর দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
তবে, সোমবার কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ভারী বর্ষণের কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আবহাওয়াজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।
সপ্তাহের শুরুর দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও খুব-একটা বৃষ্টির সম্ভাবনা নেই।
জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-
Monami Ghosh: মনামী আর মনোকিনি, দুইয়ের যুগলবন্দী দেখে ভক্তদের বুকে তোলপাড়
Kar Kache Koi Moner Kotha: শ্রীতমা কি অপরাজিতা আঢ্যকে নকল করছেন? ‘পুতুল’ আর ‘পারি’-র মধ্যে তুলনা টানছেন দর্শকরা
Rishi Sunak: প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়েই অক্ষরধাম মন্দিরে ঋষি সুনক, অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়েই দিলেন পুজো