- Home
- West Bengal
- West Bengal News
- তীব্র গরম থেকে পড়ুয়াদের বাঁচাতে নয়া নির্দেশ, গরমের ছুটির আগেই বদলে গেল স্কুলের টাইমিং!
তীব্র গরম থেকে পড়ুয়াদের বাঁচাতে নয়া নির্দেশ, গরমের ছুটির আগেই বদলে গেল স্কুলের টাইমিং!
এই কাঠফাটা গরমেও স্কুলগুলিতে চলছে পঠনপাঠন। কচিকাচাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ নেই অভিভাবকদের। এবার স্কুলের সময়সীমা (School Timing) ফের বদল করার সিদ্ধান্ত নেওয়া হল। তাহলে কখন থেকে স্কুল হবে এবার?।
- FB
- TW
- Linkdin
)
চৈত্রের কাঠফাটা গরমে পুড়ছে পশ্চিমের জেলাগুলি। বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া সহ একাধিক জেলার পারদ ঊর্ধ্বমুখী। খুব দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে এই কাঠফাটা গরমেও স্কুলগুলিতে চলছে পঠনপাঠন। কচিকাচাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ নেই অভিভাবকদের।
কিন্তু এবার এই চিন্তার দিন শেষ, এর কারণ স্কুলের সময়সীমা (School Timing) আরও সকালে করার সিদ্ধান্ত নেওয়া হল। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।
এই তীব্র গরমের মধ্যে ছোট ছোট পড়ুয়াদের যাতে স্বাস্থ্যের কোনও সমস্যা না হয় সেজন্য এই সিদ্ধান্ত।
জানানো হয়েছে ভোর ৬টা থেকে সকাল ১০টা অবধি চলবে স্কুল। মূলত শিশুদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমনিতে যে হারে গরম বাড়ছে তাতে করে সে ছোট হোক বা বড়, সকলেই রীতিমতো কাহিল।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও পরামর্শ দিচ্ছেন, খুব দরকার না পড়লে সকাল ১১ টার পর বাড়ি থেকে না বেরনোর।
তবে যাদের অফিস, স্কুল, কলেজ আছে শিডিউল অনুযায়ী বেরোতেই হবে।
প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলি ছাড়াও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পড়ুয়াদের কথা মাথায় রেখে সকালে স্কুল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের ওপর যাতে বেশি কোনও প্রভাব না পড়ে সেজন্য চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাঁকুড়ার বিভিন্ন স্কুলে।