Vice-Chancellor of Visva-Bharati:বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Vice-Chancellor of Visva-Bharati) স্থায়ী উপাচার্য নিয়োগ করা হল। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে প্রবীর ঘোষকে (Prabir Ghosh)।
Vice-Chancellor of Visva-Bharati:বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Vice-Chancellor of Visva-Bharati) স্থায়ী উপাচার্য নিয়োগ করা হল। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে প্রবীর ঘোষকে (Prabir Ghosh)। তিনি ছত্তিশগড়ের রায়পুরের ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র বা আইসিএআরের প্রাক্তন ডিরেক্টর তথা প্রাক্তন উপাচার্য। আগামী ৫ বছরের জন্য তাঁকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের প্রায় ১৫ মাস পরে বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্য নিয়োগ করা হল।
২০১৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছিল বিদ্যুৎ চক্রবর্তীকে। ২০২৩ সলের নভেম্বরে তাঁর মেয়াদ শেষ হয়। তারপর এক বছরেরও বেশি সময় কোনও স্থায়ী উপাচার্য ছিল না । অস্থায়ীভাবে দায়িত্ব ছিল সঞ্জয়কুমার মল্লিকের হাতে। বর্তমানে রয়েছেন বিনয়কুমার সোরেন। তিনি বিশ্বভারতীর ইতিহাসে প্রথম আদিবাসী উপাচার্য।
মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংবিধানের ৩(৬) ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার উপাচার্যের নিয়োগ হল। প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। ১৯৮১-৮৫ সাল পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ছাত্র ছিলেন। আবারও ফিরে আসছেন বিশ্বভারতীতে।
