- Home
- West Bengal
- West Bengal News
- উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
উত্তুরে হাওয়ার প্রভাবে বঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।

শেষ কদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। বঙ্গোপসাগরে নতুন করে কোনও নিম্নচাপ অঞ্চল বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। যে কারণে উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। চলতি সপ্তাহ ধরেই ঠান্ডা কনকনে আবহাওয়া উপভোগ করছেন বঙ্গবাসী। জেনে নিন আজ ঠান্ডা বাড়বে নাকি একই থাকবে।
বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে। শনিবার ছিল মরশুমের সব থেকে শীতলতম দিন। রবিবার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায়। সেদিন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও তাপমাত্রা ঘোরা ফেরা করেছে ১৫ ডিগ্রির আশেপাশে। জেনে নিন আজ মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া।
আলিপুর হাওয়া অফিস সূত্রে হখর, আপাতত শুকনো থাকবে আবহাওয়া। নেই কোনও বৃষ্টির সম্ভাবনা। তবে বেশ কয়টি জেলায় আছে কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার , উত্তর দিনাজপুর এবংমালদহতে সকাল থেকে বাড়বে কুয়াশার দাপট।
জানা গিয়েছে, আগামী সাতদিন তাপমাত্রার তেমন হের ফের হবে না। গোটা সপ্তাহজুড়েই থাকব শীতের আমেজ। আজ মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস । আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ১৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা। আগামী সাত দিন ঠান্ডা আমেজ থাকবে বঙ্গে। পশ্চিমবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা আরও কমতে পারে। ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা। তেমনই উত্তরবঙ্গেও আরও নামবে পারদ।

