Basirhat Update : চাঞ্চল্যকর তথ্য! গ্রেফতার ১, কি হয়েছিল সেদিন বসিরহাটে, কি বলছে পুলিশ

সবজি ক্ষেতে যুবতীর মৃতদেহ। গলাকাটা, ঝলসে গিয়েছে মুখ, মর্মান্তিক দৃশ্য। হাত-পা বাঁধা অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধার। গত ২৬ সেপ্টেম্বরের ঘটনা। ৭২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।

Share this Video

সবজি ক্ষেতে যুবতীর মৃতদেহ। গলাকাটা, ঝলসে গিয়েছে মুখ, মর্মান্তিক দৃশ্য। হাত-পা বাঁধা অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধার। গত ২৬ সেপ্টেম্বরের ঘটনা। ৭২ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রামের গুনরাজপুরের ঘটনা। মৃত যুবতী বাংলাদেশি, জানাল পুলিশ। মৃত যুবতীর নাম সুমাইয়া আক্তার বৃষ্টি। বাড়ি বাংলাদেশের ঢাকার শ্যামপুর। মুম্বাইতে একটি বিউটি পার্লারে কাজ করতেন এই যুবতী। তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করে। ধৃত অভিযুক্তের নাম নিচ্ছর আলী মোল্লা। স্বরূপনগরের বিথারিতে বাড়ি ধৃতের।

Related Video