Visva bharati campus: শান্তিনিকেতন ঘুরতে গিয়ে বিশ্বভারতী দেখার সুযোগ পাননি? এবার পর্যটকদের বাইরে থেকেই বিশ্বভারতী দর্শনের সুযোগ করে দিলো ওখানকারই ছাত্র রোহিত সেন। প্রযুক্তি ও ঐতিহ্যের এক অনবদ্য সংমিশ্রণ।

Visva bharati campus: রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়ে ওঠা বিশ্বভারতী, শান্তিনিকেতনের বুকে আজ ইউনেস্কো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যস্থল। প্রতিদিন দেশ-বিদেশের বহু পর্যটক এই জায়গাটির সৌন্দর্য ও ইতিহাস নিজের চোখে দেখতে চান। কিন্তু নানা কারণে বেশ কিছু বছর ধরে ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশে বিধিনিষেধ থাকায় অনেকেই হতাশ হয়ে ফিরে যান। এই অসুবিধার মধ্যেই এক ছাত্রের উদ্ভাবনী চিন্তাভাবনা এনে দিল আশার আলো।

বিশ্বভারতীর কলাভবনের ছাত্র রোহিত সেন নিজেই তৈরি করেছেন একটি বিশেষ বায়োস্কোপ, যা পর্যটকদের বিশ্বভারতী দর্শনের এক নতুন সুযোগ উপহার দিয়েছে। এই বায়োস্কোপটি স্থাপন করা হয়েছে বিশ্বভারতীর প্রবেশদ্বারের সামনে, যেখানে পর্যটকেরা চোখ রাখলেই দেখতে পাবেন ক্যাম্পাসের অভ্যন্তরীণ স্থাপত্য, ভাস্কর্য এবং শিল্পকর্মের দৃশ্য।

কী দেখা যাবে এই বায়োস্কোপে?

* রামকিঙ্কর বেইজের ভাস্কর্য

* কালো বাড়ি

* ওয়াল মিউরাল ও বিভিন্ন ভবনের শিল্পশোভা

* কলাভবনের ঐতিহাসিক স্থানসমূহ

বায়োস্কোপের পাশে যুক্ত করা হয়েছে একটি QR কোড, স্ক্যান করলেই দর্শকরা পেয়ে যাবেন ঐতিহাসিক তথ্য, ভাস্কর্য ও ভবন সম্পর্কিত তথ্যাবলি।

প্রযুক্তি ও ঐতিহ্যের এক অনবদ্য সংমিশ্রণের নজির রেখেছে বিশ্বভারতীর ছাত্র রোহিত সেন। বিশ্বভারতী প্রাঙ্গণ দেখতে এসে যে সমস্ত পর্যটকরা আগে হতাশ হয়ে ফিরে যেতেন, আবার তারা পেয়ে যাচ্ছেন বিশ্বভারতী দর্শনের সুযোগ।

বিশ্বভারতীর কলাভবনের ছাত্র রোহিত সেন নিজে হাতেই তৈরি করেছেন একটি বিশেষ বায়োস্কোপ। যা পর্যটকদের বিশ্বভারতী দর্শনের এক নতুন সুযোগ উপহার দিয়েছে। এই বায়োস্কোপটি স্থাপন করা হয়েছে বিশ্বভারতীর প্রবেশদ্বারের সামনে, যেখানে পর্যটকেরা চোখ রাখলেই দেখতে পাবেন ক্যাম্পাসের অভ্যন্তরীণ স্থাপত্য, ভাস্কর্য এবং শিল্পকর্মের দৃশ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।