MLA Gautam Chowdhury: হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের (Howrah Uttar Assembly constituency) বিধায়ক গৌতম চৌধুরীর গাড়ির ধাক্কায় ওড়িশায় (Odisha) এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Howrah MLA Gautam Chowdhury: হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম চৌধুরীর (MLA Gautam Chowdhury) গাড়ির ধাক্কায় ওড়িশায় (Odisha) এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের সবাইকে নিয়ে পুরী (Puri) গিয়েছিলেন বিধায়ক। বুধবার তাঁরা পুরী থেকে ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। বালেশ্বর (Balasore) জেলার সিমুলিয়া থানা এলাকায় জামুজহাদি চকের কাছে একটি বাইকে ধাক্কা মারে বিধায়কের গাড়ি। সেই বাইকে ছিলেন রাধাকান্ত লেনকা নামের এক যুবক। তিনি পেশায় এক বিদ্যালয়ের অশিক্ষক কর্মী ছিলেন। তাঁর বাড়ি সজনপুর গ্রামে। ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি ধাক্কা মারায় বাইক থেকে ছিটকে পড়েন রাধাকান্ত। তাঁকে সিমুলিয়া কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্ত শুরু পুলিশের
ওড়িশা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। জাতীয় সড়কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির গতি বেশি ছিল। এই কারণেই হয়তো চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারেন। সংঘর্ষের তীব্রতা গাড়িটির সামনের অংশ তুবড়ে গিয়েছে। বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই দুর্ঘটনায় বিধায়ক ও তাঁর পরিবারের সদস্যদের কোনওরকম চোট লাগেনি। তাঁরা নিরাপদেই আছেন।
আটক বিধায়কের গাড়ি
দুর্ঘটনার পর ওড়িশা পুলিশ হাওড়ার বিধায়কের গাড়ি আটক করেছে। গাড়ি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বিধায়ককে আটক করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তদন্তে যদি দেখা যায় গাড়ির গতি অত্যধিক থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে, তাহলে এই মামলায় বিধায়কের নাম জড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলা-ওড়িশা সরকারের টানাপোড়েন দেখা যেতে পারে। ওড়িশায় এখন বিজেপি (BJP) সরকার। ফলে রাজনৈতিক বিতর্কও তৈরি হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


