ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু বাংলার শেখ আজিমুদ্দিনের, শোকস্তব্ধ গোটা পরিবার
ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় পূর্ব মেদিনীপুরের শেখ আজিমুদ্দিনের । কেরালায় টাইলসের লেবারের কাজ করত সে। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা পরিবার ।
শতাব্দীর অন্যতম বড় ট্রেন দুর্ঘটনা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ । মৃতদের মধ্যে বড় একটা অংশ বাংলার আছে বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরই মধ্যে মৃত্যুর খবর আসে পূর্ব মেদিনীপুরের তমলুকের শেখ আজিমুদ্দিনের । তিনি কর্মসূত্রে কেরালা যাচ্ছিল বলে পরিবার সূত্রে খবর । কেরালায় টাইলসের লেবারের কাজ করত সে। রাত এগারোটা নাগাদ তাঁর বাড়িতে মৃত্যুর খবর আসে। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা পরিবার ।