ওড়িশায় ট্রেন দুর্ঘটনার কবলে বীরভূমের সাঁইথিয়ার তিন যুবক, একজনের খোঁজ মিললেও বাকি দুই এখনও নিখোঁজ

তুফান কোঁড়া, মৃত্যুঞ্জয় কোঁড়া ও ধনঞ্জয় কোঁড়া রাজমিস্ত্রির কাজ করার জন্য চেন্নাই যাচ্ছিল। দুর্ঘটনার খবরে তাদের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন । একজনের খোঁজ মিললেও বাকি দুই এখনও নিখোঁজ ।

/ Updated: Jun 04 2023, 01:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার কবলে বীরভূমের সাঁইথিয়া থানার নোয়াডাঙ্গা গ্রামের তিন যুবক । তুফান কোঁড়া, মৃত্যুঞ্জয় কোঁড়া ও ধনঞ্জয় কোঁড়া রাজমিস্ত্রির কাজ করার জন্য চেন্নাই যাচ্ছিল।  দুর্ঘটনার খবরে তাদের পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন । পরে ধনঞ্জয় ফোন করে তার পরিবারকে জানাই সে কিছুটা সুস্থ রয়েছে । তবে বাকি দুইজনের কোন খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি ।