Narendrapur : ৪ টি রোলের অর্ডার তারপরেই ২ টা গুলি, গ্রেফতার ১, চাঞ্চল্যকর তথ্য! দেখুন

রোলের দোকানে চারটি রোলের অর্ডার, এরপরই আচমকা গুলির শব্দ। ভর সন্ধ্যেবেলায় এমন ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থল নরেন্দ্রপুরের দাসপাড়ার সুকান্ত পার্ক । ঘটনার জেরে গ্রেফতার সুবল ভক্ত নামে এক ব্যক্তি।

Share this Video

রোলের দোকানে চারটি রোলের অর্ডার, এরপরই আচমকা গুলির শব্দ। ভর সন্ধ্যেবেলায় এমন ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থল নরেন্দ্রপুরের দাসপাড়ার সুকান্ত পার্ক । ঘটনার জেরে গ্রেফতার সুবল ভক্ত নামে এক ব্যক্তি। ধৃতের কাছ থেকে আগ্নেয়ান্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। দোকানের মালিকের আত্মীয়ের সঙ্গে বচসার জেরেই গুলি। ঘটনার সময় সুবল ভক্ত মত্ত অবস্থায় ছিল। ওই এলাকাতেই সুবলের একটি মুরগির মাংসর দোকান রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Video