Kaliganj News: কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও একজন। অভিযুক্ত শরিফুল শেখকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে কৃষ্ণনগর আদালতে পাঠায় কালীগঞ্জ থানার পুলিশ। বিশদে জানতে আরও পড়ুন.. 

Nadia News: কালীগঞ্জে বোমা মেরে নাবালিকা খুনের ঘটনায় আরও একজন গ্রেফতার। মঙ্গলবার রাতে শারিফুল শেখ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে কালীগঞ্জ থানার পুলিশ। এই নিয়ে মোলান্দীতে বোমাবাজির ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ। যদিও অভিযোগপত্রে মোট ২৪ জনের নাম রয়েছে। এই ২৪ জন অভিযুক্তর মধ্যে শুধুমাত্র ৫ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। এই বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত অধরা ১৯ জন অভিযুক্ত।

গত সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনা চলাকালীন ভোট গণনার ফলাফলের আগেই কালীগঞ্জ থানার মোলান্দী গ্রামে শুরু হয় সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। একাধিক বাড়িতে মারা হয় মুড়ি-মুরকির মতো বোমা। বোমের আঘাতে মৃত্যু হয় দশ বছরের তামান্না খাতুনের। সেই ঘটনার তদন্তে আজ ফরেনসিক দলের তিন প্রতিনিধিদল ঘটনাস্থলে আসে।

 ঘটনাস্থলে এসে প্রথমে তামান্না খাতুনের বাড়িতে গিয়ে তামান্না খাতুনের যেখানে মৃতদেহ পড়েছিল সেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। এরপর এলাকার একাধিক বাড়িতে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল সেই সব বাড়িতে একে একে পৌঁছান ফরেন্সিক দলের প্রতিনিধিরা। সেখানে নমুনা সংগ্রহ করে এবং গোটা এলাকা পরিদর্শন করেন। এলাকার প্রত্যেক বাড়ি থেকে নমুনা সংগ্রহের পর তামান্না খাতুনের মা ও বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। ফরেনসিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তামান্না খাতুনের মা ও বাবা।এরপর তারা নমুনা সংগ্রহ করে নিয়ে এলাকার থেকে চলে যান।

অন্যদিকে, আজ মোলান্দীতে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন আই পি এস হুমায়ুন কবীর। মৃত নাবালিকা তামান্না খাতুনের মা ও বাবার সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ ধরে কথা বললেন। হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তামান্না খাতুনের মা। তামান্না খাতুনের পরিবারের সঙ্গে কথা বলতে এসে বিধায়ক হুমায়ুন কবীর জানান, তিনি এই ঘটনা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েছে। মানসিক যন্ত্রণা থেকেই তিনি এসেছেন দেখা করতে। সেদিনের সেই ঘটনার কথাও তুলে ধরলেন মৃত নাবালিকার মা।

কোনও মিছিল হয়নি। ভোটে জেতার কারণেই বেছে বেছে সিপিএম পরিবারগুলোর উপরই হামলা চালানো হয়েছে বলেই তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করেন তামান্নার মা। পুলিশের ভূমিকা নিয়েও একাধিক অভিযোগ জানান প্রাক্তন আইপিএস এবং বর্তমান বিধায়ক হুমায়ুন কবিরের কাছে। এরপর বিধায়ক হুমায়ুন কবীর খামে ভরে কিছু আর্থিক সাহায্য দিতে গেলে অকপট সেই আর্থিক সাহায্য নেবে না বলেই জানান মৃত নাবালিকার মা। বেশ কিছুক্ষণ কথা বলার পর বিধায়ক হুমায়ুন কবির জানান, ছোট্ট তামান্নার সমাধির কাছে দুটি গাছ রোপন করবেন। সেই উদ্দেশ্যে তিনি তামান্নার সমাধির উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।