- Home
- West Bengal
- West Bengal News
- SIR-এর এনুমারেশন ফর্ম পুরণ করতে হবে না! আপনাআপনি এদের নাম উঠবে তালিকায়, রইল শেষ আপডেট
SIR-এর এনুমারেশন ফর্ম পুরণ করতে হবে না! আপনাআপনি এদের নাম উঠবে তালিকায়, রইল শেষ আপডেট
SIR-এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। সেই অর্থে হাতে আর মাত্র ১০ দিন রয়েছে। কীভাবে ফর্ম পুরণ করবেন, কী কী তথ্য় জমা দিতে হবে তা নিয়ে এখনও অনেকেই সমস্যায় রয়েছেন।

হাতে মাত্র ১০ দিন
SIR-এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। সেই অর্থে হাতে আর মাত্র ১০ দিন রয়েছে। কীভাবে ফর্ম পুরণ করবেন, কী কী তথ্য় জমা দিতে হবে তা নিয়ে এখনও অনেকেই সমস্যায় রয়েছেন। তবে এক শ্রেণী রয়েছে যাদের আর পুরণ করতে হবে না এনুমারেশন ফর্ম। আপনাআপনি নাম উঠে যাবে ভোটার তালিকায়।
কমিশনের নিয়ম
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী চিহ্নিত ভোটার বা মার্কড ভোটার , অর্থাৎ যাদের নাম আগে থেকেই ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছে, তাদের আর ফর্ম ফিলআপ করতে হবে না। নির্বাচনী ডেটাবেসে এদের নাম বিশেষভাবে চিহ্নিত থাকে।
তালিকায় কারা?
এই তালিকায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী, সব রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য ও কেন্দ্রের বিশেষ গুরুত্বপূর্ণনেতা ও মন্ত্রীরা রয়েছেন এই তালিকায়। নির্বাচনী ডেটাবেসে এদের নাম বিশেষভাবে চিহ্নিত হয়ে রয়েচে। তালিকায় রয়েছেন, বিচার বিভাগের সদস্য, দফতরের পদাধিকারীরা। শিল্প - সংস্কৃতি, অভিনয়, ত্রীড়া জগতের বিশিষ্টদের নির্বাচনী ডেটাবেসে বিশেষভাবে চিহ্নিত করা রয়েছে।
নথি প্রয়োজন
নির্বাচনী ডেটাবেসে চিহ্নিত থাকার জন্য এদের এনুমারেশন ফর্ম পুরণ করার প্রয়োজন হয় না। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কোনও সমস্যা তৈরি হলে তবেই এদের থেকে নথি চাওয়া হয়।
এনুমারেশন ফর্ম বিলি
রাজ্যে এখনও মাত্র ২ লক্ষ মানুষের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছানো বাকি। তাদের বাদ দিলে রাজ্যের প্রায় ৯৯.৭৭ শতাংশ মানুষ ফর্ম পেয়ে গিয়েছেন। শনিবার রাতে তেমনই জানিয়েছে কমিশন।
রাজ্যে মোট ভোটার
শনিবারের তথ্য অনুযাযী রাজ্যে মোট ভোটার ৭.৬৬ কোটি। অর্থাৎ আর মাত্র ২ লক্ষ ফর্ম বিলি করা বাকি। এখনও পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে ৪১.২ শতাংশ ফর্মের ডিজিটাইজেশন হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা হল ৩ কোটি ১৫ লক্ষ।
