পুজোয় পাতে উঠবে না পদ্মার ইলিশ! বাংলাদেশের সরকার ভারত বিরোধী জনমতের চাপ সামলাতেই ব্যস্তশেখ হাসিনার পতনের পর বাংলাদেশ সরকার এবার পুজোর মরশুমে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি করবে না। দেশের বাজারে চাহিদা মেটানোর কথা বলা হলেও, অনেকে মনে করছেন ভারতবিরোধী জনমতের কারণেই এই সিদ্ধান্ত।