সংক্ষিপ্ত
আসানসোলে আতঙ্ক! মাটি ফেটে বেরল রহস্যময় ধোঁয়া, সুপ্ত আগ্নেয়গিরির সম্ভাবনা? আতঙ্কে কাঁপছে স্থানীয়রা
আসানসোলে ভয়ঙ্কর আতঙ্ক! মাটি ফেটে বেরিয়ে এল রহস্যময় ধোঁয়া! ঠিক যেন সুপ্ত আগ্নেয়গিরি। মাটি ফেটে গল গল করে ধোঁয়া বেরতে দেখে হাড় হিম হয়ে গেল এলাকাবাসীদের।
শুক্রবার রাতে ভয়াবহ ঘটনা ঘটল আসানসোলে। মাটি ফেটে বেরতে থাকল ভয়ঙ্কর ধোঁয়া। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়ার কেন্দাপ ধাওড়া পাড়ায়।
এর আগেও এই অঞ্চলে ঠিক এমনই ঘটনা ঘটেছে। মাস তিনেক আগে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই এলাকায়। হঠাৎ এক বিকট শব্দে আকাশ থেকে আছড়ে পড়েছিল ধাতব গোলক।
প্রথমে দেখে মনে হয়েছিল উল্কাপিণ্ড। আবার কেউ ভেবেছিলেন এই পদার্থ কোনও যন্ত্রাংশ যা কারখানা থেকে হঠাৎ করে ছিকে পড়েছে।
তবে এর কোনও হদিশ পাওয়া যায়নি শেষ পর্যন্ত। এবার হঠাৎ করেই মাটি ফেটে ধোঁয়া বেরিয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে ড়েছে চারিদিকে।
কেন মাটি থেকে ধোঁয়া বেরিয়েছে তার আসল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
তবে অনেকেই মনে করেন আসানসোল সহ পশ্চিম বর্ধমানের বিস্তীর্ন এলাকা জুড়ে বহু কোলিয়ারি রয়েছে। কয়লা উত্তোলনের জন্য প্রায়শই এইসব খনিতে ডিনামাইট বিস্ফোরণ করা হয়। এই কারণেও হয়তো ধোঁয়া বেরিয়েছে।
তবে এই বিষয়ে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া উচিত বলেই মনে করছেন সাধারণ মানুষ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।