North Bengal : পানিট্যাঙ্কি থেকে দেখা গেল ধোঁয়া, মিতেরি সেতুতে কড়া নজরদারি

North Bengal : ভারত-নেপাল সীমান্তে অশান্ত নেপালের কাকড়ভিট্টা শহর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। মিতেরি সেতুতে এসএসবি কড়া নজরদারিতে রয়েছে। নেপালে হিংসা ছড়ালেও ভারতীয় সীমান্তে পরিস্থিতি শান্তিপূর্ণ

Share this Video

North Bengal : ভারত-নেপাল সীমান্তে অশান্ত নেপালের কাকড়ভিট্টা শহর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। মিতেরি সেতুতে এসএসবি কড়া নজরদারিতে রয়েছে। নেপালে সহিংসতা ছড়ালেও ভারতীয় সীমান্তে পরিস্থিতি শান্তিপূর্ণ বলে জানিয়েছেন উত্তরবঙ্গ পুলিশের এডিজি রাজেশ কুমার যাদব। অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Related Video