নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির গ্রুপ সি মামলায় জামিন পেলেন পার্থ। তবে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা। নিয়োগ দুর্নীতি মামলায় একটি মাত্র মামলায় জামিন পেলেন পার্থ। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। সেই কারণেই জেলবন্দি অবস্থাতেই থাকতে হবে তাঁকে।
শর্তসাপেক্ষে জামিন
সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে শর্তশাপেক্ষে জামিন দিয়েছে। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিয়মিত হাজিরা দিতে হবে। কোনও ভাবেই এলাকা ছাড়তে পারবেন না। কেন্দ্রীয় সংস্থার তদন্তের প্রয়োজনে তাঁকে যখনই ডাকা হবে তখনই হাজিরা দিতে হবে। কিন্তু পার্থর জেলমুক্তি হচ্ছে না।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। সেগুলির তদন্ত করছে CBI। এর পূর্বে ইডির একাধিক মামলায় জামিন পেয়েছিলেন পার্থ। কিন্তু তারপরেও জেলেই থাকতে হয়েছে তাঁকে।
সিবিআই-এর মামলায় সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে এই বিষয়টিই প্রথম থেকে উঠে আসে, তদন্তের ক্ষেত্রে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনও রকম অনুমতি দিচ্ছে না। দীর্ঘদিন পার্থ জেলে রয়েছেন। কিন্তু মামলার নিষ্পত্তির কোনও অভিমুখ এখনও দেখা যাচ্ছে না। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এক ব্যক্তিকে দীর্ঘদিন এভাবে জেলে রাখা সম্ভব নয়। এর আগে ঠিক একই কারণে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ। এই নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত নীচু তলার কর্মী, আধিকারিকরা জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠে, তাঁরা একে একে জামিন পেয়েছেন ইতিমধ্যেই। স্বাভাবিকভাবেই পার্থ কেন জামিন পাবেন না, সেই বিষয়টি বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে তুলে ধরা হয়। তার পরবর্তীতে শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে।
