সংক্ষিপ্ত
২০২২ সালের ২২ জুলাই থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। প্রথমে ইডি আর পরে সিবিআই গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে।
প্রেসিডেন্সি জেলে ফের অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি মামলায় (Job Scam Case)বর্তমানে জেলবন্দি তিনি। অসুস্থ হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। হাসপাতাল সূত্রের খবর, শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার জেলবন্দি থাকার সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
২০২২ সালের ২২ জুলাই থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। প্রথমে ইডি আর পরে সিবিআই গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে পার্থ ও তাঁর ঘনিষ্ট বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা পেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তারপর থেকেই জেল বন্দি অবস্থায় রয়েছেন পার্থ।
যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে ফেব্রুয়ারি মাসে জামিন পাওয়ার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তারই প্রস্তুতি শুরু করেছে আদালত। নিয়োগ সংক্রান্ত মামলায় ইডির তালিকায় ৫৪ অভিযুক্তের নাম রয়েছে। যারমধ্যএ ২৮ জন মানুষ আর ২৫টি সংস্থা রয়েছে। বৃহস্পতিহারক আদালতে পার্থ-অর্পিতা-সব কয়েকজনকে হাজিরা দিতে হয়েছিল। ইডির এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন পার্থ। তার আগেই চার্জ গঠন শেষ করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে। সেইমত ইতিমধ্যেই নিম্ন আদালতে চার্জ গঠন করা হয়েছে। এই মামলায় আগেই গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেইমত বিচরভবন থেকে ইডির কাছে গুরুত্বপূর্ণ সাক্ষীদের নামও চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিন জন সাক্ষীর নাম জমা দিয়েছে ইডি। মঙ্গলবার সেই কলিকায় থাকা প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে। শুনানি হয়েছে রুদ্ধদ্বার কক্ষে। বাকি দুজনে সাক্ষীও গ্রহণ করা হয়েছে। তবে বিচার প্রক্রিয়া রুদ্ধদ্বার কক্ষে হওয়ায় তিন জন সাক্ষীর নাম প্রকাশ করা হয়বি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।