
'পুলিশ ও তৃণমূল মিলে পরিবারের ১০ জনকে পুড়িয়ে মেরেছে' অমিত শাহকে নালিশ মিহিলালের
পুলিশ ও তৃণমূল মিলে আমার পরিবারের ১০ জনকে পুড়িয়ে মেরেছে, অমিত শাহকে নালিশ করলেন বগটুইয়ের মিহিলাল। গাড়িতে বসেই মিহিলালের সঙ্গে কথা বলেন শাহ।
পুলিশ ও তৃণমূল মিলে আমার পরিবারের ১০ জনকে পুড়িয়ে মেরেছে, অমিত শাহকে নালিশ করলেন বগটুইয়ের মিহিলাল। গাড়িতে বসেই মিহিলালের সঙ্গে কথা বলেন শাহ। মিহিলাল বলেন, 'আমার পরিবারের সঙ্গে যা ঘটেছে তা আমি ওনাকে আমার ভাষায় বলেছি। বলেছি যে, তৃণমূল নেতা ও পুলিশের একাংশ মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিষয়টি নিয়ে যেহেতু গোটা দেশে আলোচনা হয়েছে তাই উনি জানেন। উনি আমাকে সুবিচার দেবেন বলে আশ্বাস্ত করেছেন। উনি আমাকে যেটুকু সময় দিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ।'