সংক্ষিপ্ত
"হকার উচ্ছেদে পুলিশি জুলুম চলছে, মারধর কর সরানো হচ্ছে হকারদের" শেষমেশ হাইকোর্টে মামলা দায়ের
রাজ্যের নানান প্রান্তে চলছে হকার উচ্ছেদ। এবার হাইকোর্টে মামলা দায়ের হল। গত সোমবার নবান্নের বৈঠকের পর হকার উচ্ছেদের জন্য মাঠে নেমে পরে পুলিশ। তবে উচ্ছেদে কোনও আইনি পদ্ধতি মানা হচ্ছে না বলে অভিযোগ। তাই উচ্ছেদ প্রক্রিয়া আটকাতে হাইকোর্টের শরণাপন্ন হতে হয়েছে।
মামলাকারীদের কথায়, " হকার উচ্ছেদের নামে জুলুম করছে পুলিশ, তা রুখতেই এই মামলা। আইনজীবীর দাবি, "দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আইনি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না । মারধর করা হচ্ছে হকারদের। তারা আদেও বৈধ না অবৈধ তাও দেখা হচ্ছে না।"
এই প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানান, " এই ঘটনা কোনও একটি নির্দিষ্ট জায়গার নয়, তাই এই মামলা জনস্বার্থ মামলা হিসাবে দায়ের করা উচিত। মামলা করতে হলে জাস্টিসের ডিভিশন বেঞ্চে আবেদন করুন"।
ভোট মিটতেই জমির দখল, হকার সমস্যা মেটাতে তৎপর মুখ্যমন্ত্রী। গত সোমবার এই নিয়ে নবান্নে একটি বিশেষ বৈঠকও হয়। যার জেরেই হকার উচ্ছেদে কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ।