সংক্ষিপ্ত

বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় -সহ একাধিক বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে চাকরিহারা শিক্ষকরা অভিযোগ দায়ের করেন।

 

সত্যি বড় বিচিত্র এই দেশ! যে খুন, জখম রাহাজানির বিচার করতেন তিনি এতদিন এবার নাম নামেই কিনা খুনের চেষ্টার মামলা রুজু! তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হল। হামলা ভাঙচুর ও খুনের চেষ্টার অভিযোগ -সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারাম মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। এসএসসির রায়ে চাকরিহারা শিক্ষকদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে পুলিশ।

শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন দাখি করতে যাওযার সময় একটি মিছিল করেছিল বিজেপি। তমলুকের হাসপাতাল মোড়ে চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়ে সেই মিছিল। সেখানেই অনশনে বসেছিল চাকরিহারারা। সেখান থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লক্ষ্য করে বিদ্রুপ করে স্লোগান দেওয়া হয়। শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চোর চোর স্লোগান দেওয়া হয়। পাল্টা রুখে দাঁড়ায় বিজেপি প্রার্থীরাও। দুইপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আহত হয়েছে এক চাকরিহারা শিক্ষক।

'উন্নয়নকে হাতের মুঠোয় রেখেছিল কেষ্টা', বীরভূমে অনুব্রতর মুক্তি নিয়ে আশাবাদী মমতা

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় -সহ একাধিক বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে চাকরিহারা শিক্ষকরা অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীরা জানিয়েছেন এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে তারা রাজ্যজুড়ে বড় আন্দোলনের পথে যাবে।

'বিড়ি কম খাও!' সকালবেলা মাছ বাজারে গিয়ে বিজেপির দিলীপ ঘোষের পরামর্শ মাছ বিক্রেতাকে - দেখুন ভিডিও

ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাঁরা চাকরিখেকো বলেই জানতেন। এবার তাঁর মিছিল থেকে তাদের বিরুদ্ধে পরিকল্পিত হামলা করা হয়েছে। এটি ঠিক নয় বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, তাঁরা অনশন করছেন। পুলিশের সামনেই তাদের ওপর হামলা করা হয়েছে। তাদের প্রাণ সংশয়ের মত পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি বিজেপি নেতৃত্ব।