২০১৭ সালের জুন মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছিন দার্জিলিং। সেইসময় পাহাড়ে তুমুল অশান্ত হয়। সেই ঘটনায় তৎকালীন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং-এর বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করা হয়েছিল।

এসআই অমিতাভ মালিক খুনের ঘটনার ৮ বছর পরে গ্রেফতার করা হল প্রাক্তন মোর্চা নেতা প্রকাশ গুরুং। বর্তমানে তিনি অজয় এডওয়ার্ডের দলের সদস্য। প্রকাশ গুরুংকে রবিবার আদালতে তোলা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।

২০১৭ সালের জুন মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছিন দার্জিলিং। সেইসময় পাহাড়ে তুমুল অশান্ত হয়। সেই ঘটনায় তৎকালীন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং-এর বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করা হয়েছিল। কিন্তু গ্রেফতারি এড়াতে গুরুং সেই সময় পাড়াহ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করতে একাধিকবার অভিযান চালায় পুলিশ।

সেই বছরই ১৩ অক্টোবর দার্জিলিং-এর শিরুবাড়ি জঙ্গলে সার্চ অপারেশনে গিয়েছিল পুলিশ। সেই সময়ই মোর্চা নেতাদের সমর্থকের গুরুতে প্রাণ হারিয়েছিলেন দার্জিলিং সদর থানার এসআই অমিতাভ মালিক। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। পরে তদন্তের ভার নেয় সিআইডি।

অমিতাভ মালিকের বাড়ি মধ্যমগ্রামে। তাঁর স্ত্রী বিউটি মালিক পরবর্তীকালে স্বামীর চাকরি পান। স্বামীর সাহসিকতার পুরষ্কারও বিউটির হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই মামলাতেই একদিন পরে প্রকাশ গুরুংকে গ্রেফতার করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

যদিও চলতি বছর পুলিশ আধিকারিক খুনের মামলায় জামিন পেলেন মোর্চা নেতা বিমল গুরুং। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ বেঞ্চের ডিভিশন বেঞ্চে জামিন পেয়েছেন তিনি। পুলিশ আধিকারিক অমিতাভ মালিক খুনের মামলায় বিমল গুরুং-এর জামিনে স্বস্তি মোর্চার অন্দরে। যদিও বর্তমানে মোর্চা রীতিমত সংকটে রয়েছে। অস্তিত্ত্ব সংকটে ভুগছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।