সংক্ষিপ্ত
ভূমিপুত্রের গড় এখন রাজ্যের শাসকদল তৃণমূলের কংগ্রেসের কাছে এক দুর্ভেদ্য চক্রব্যুহ। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে সেই ব্যুহের অন্দরে পদ্মফুলের ভিড়ে ঘাসফুল ফোটে কিনা, সেই দিকেই নজর রেখেছে সারা বাংলা।
একসময়ে তৃণমূলের দাপুটে নেতা ছিলেন পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী। তারপর তিনি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন কেন্দ্রের শাসকদল বিজেপির সঙ্গে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় তাঁকে ‘ভূমিপুত্র’ হিসেবে সম্বোধন করেছে তাঁর গড় নন্দীগ্রামের মানুষ। সেই নির্বাচনে নন্দীগ্রামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। ভূমিপুত্রের গড় এখন রাজ্যের শাসকদল তৃণমূলের কংগ্রেসের কাছে এক দুর্ভেদ্য চক্রব্যুহ। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে সেই ব্যুহের অন্দরে পদ্মফুলের ভিড়ে ঘাসফুল ফোটে কিনা, সেই দিকেই নজর রেখেছে সারা বাংলা।
২ বছর পর নন্দীগ্রামে ফের বেজেছে ভোটের দামামা। নন্দীগ্রাম বিধানসভা এলাকায় মোট ১৭ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এগুলির মধ্যে দুটি পঞ্চায়েত সমিতি এবং পাঁচটি জেলা পরিষদ আছে। ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬৬ টি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি (BJP)। এর সাথে সাথে, পঞ্চায়েত সমিতির ভোটেও ৭টি আসনে প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির।
নন্দীগ্রামে পঞ্চায়েতের মূল লড়াই হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যেই। তবে, পরিসংখ্যানে দেখা গেছে, এখানে প্রচুর নির্দল প্রার্থীও লড়াই করেছেন। তাই, নির্দলের দিকে মানুষের সমর্থন বেশি এগিয়ে গেলে ভোট কাটাকাটিতে শাসক এবং বিরোধী, উভয় পক্ষেরই লোকসান হতে পারে বলে মনে করা হচ্ছে। এই লোকসান পঞ্চায়েত ভোটে পরাজয়ের পথে এক অন্যতম ফ্যাক্টর হতে চলেছে বলে জানাচ্ছে রাজনৈতিক মহল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২ টি গ্রাম পঞ্চায়েতের ভোটেই এগিয়ে গিয়েছিল গেরুয়া শিবির।
এবছর ‘ভূমিপুত্র’-র ভূমিতে ভোট ব্যাঙ্ক ধরে রাখার জন্য মরিয়া হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। আরেকদিকে, এখানেই নিজেদের ভোট বাড়িয়ে হারানো জমি আবার ফিরে পেতে দুর্বার চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসকদল ত্ণমূল কংগ্রেস। নন্দীগ্রামে এবছর পঞ্চায়েত নির্বাচনে ১১টি গ্রাম পঞ্চায়েতের ভোটেই তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক টক্কর চলছে। অপরদিকে, বাকি ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসকপক্ষ তৃণমূলের লড়াই হচ্ছে বাম ও নির্দল প্রার্থীদের বিরুদ্ধে।
আরও পড়ুন-
Panchayat Vote Result: ভোট গণনার কাজ কোথায় কীভাবে চলছে? দেখে নিন এক নজরে
Panchayat VOTE: আমডাঙায় গণনাকেন্দ্রের সামনে থেকে সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ, অস্বীকার করল তৃণমূল
Nurse Having Sex with Patient: অসুস্থ রোগীর সঙ্গে উদ্দাম যৌন সঙ্গম! অর্ধনগ্ন অবস্থাতেই ধরা পড়লেন নার্স
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস