সংক্ষিপ্ত

এবার ফের ধোঁয়া ইস্যুতে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়। কী বললেন অভিনেত্রী? জেনে নিন

এবার ফের ধোঁয়া ইস্যুতে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই সিঙ্গুরে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি যখন এলাম, তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। অন্ধকার রাস্তাঘাট। শুধু ধোঁয়াই বেরোচ্ছে। এত কারখানা হয়েছে। তা হলে কী করে বলছেন যে, কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে।’’

রচনার এই মন্তব্য নিয়ে বিস্তর মিম তৈরি হয়েছিল। সামাজিক মাধ্যমে ঝড় তুলেছিল এই বক্তব্য। এবার ফের এই বক্তব্যের বিষয়ে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়। ইদের দিন সকালে প্রচারে বেরিয়ে হাঁটতে হাঁটতেই একটি রিল বানান রচনা বন্দ্যোপাধ্যায়। একটি কারখানার চিমনির সামনে দাঁড়িয়ে ভিডিও বানান অভিনেত্রী। ভিডিওতে চিমনির ধোঁয়ার দেখিয়ে বলেন ‘‘আমাদের হুগলির ধোঁয়া। যে ধোঁয়া আমি সব সময় যাতায়াতের সময় দেখি। এটা কিন্তু সিগারেট-বিড়ির ধোঁয়া নয়, এটা হল মেশিনের ধোঁয়া!’’

ব্যাস এই রিল প্রকাশ পেতেই ফের আলরণ পড়ে যায় সামাজিক মাধ্যমে। রচনাকে তুলোধনা করতে শুরু করেন নেটিজেনরা। অন্যদিকে

এই রিলের সমালোচনা করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও। এদিন লোকাল ট্রেনে প্রচার করছিলেন লকেট চট্টোপাধ্যায়। ট্রেন থেকে নামতেই তাঁকে প্রশ্ন করা হয় রচনার রিল নিয়ে। এ প্রসঙ্গে লকেট জানান , ‘‘মানুষ জানেন, কোনও কিছুই হয়নি। সিঙ্গুরের কৃষক কাঁদছেন, বুলডোজ়ার দিয়ে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। ডানলপকে শেষ করে দিয়েছে। ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেখানে সব যন্ত্র চুরি করেছে। সিগারেটের না কি চিমনির— কিসের ধোঁয়া বলতে পারব না। আমি তো কোনও উন্নয়ন দেখতে পাচ্ছি না। কোনও বড় শিল্প কি এসেছে? কোনও শিল্প কি হয়েছে?’’