- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: সোমবারের বৃষ্টি ঠিক কতদিনের জন্য স্বস্তি আনবে রাজ্য? তাপমাত্রার পারদ কতটা নামবে
Weather News: সোমবারের বৃষ্টি ঠিক কতদিনের জন্য স্বস্তি আনবে রাজ্য? তাপমাত্রার পারদ কতটা নামবে
হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেয়েছে রাজ্য, বিশেষ করে দক্ষিণবঙ্গ। শনিবার থেকেই স্বস্তি ফিরছে। এই অবস্থা আলিপুর হাওয়া অফিস জানাল ঠিক কতদিন এজাতীয় স্বস্তিকর আবহাওয়া থাকবে।
| Published : May 05 2024, 08:58 PM IST
- FB
- TW
- Linkdin
রাজ্যের আবহাওয়া
শনিবার রাত থেকেই অস্বস্তিকর গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রাজ্য। হালকা হাওয়া আর তাপপ্রবাহের কবল থেকে মুক্তি পেয়েছিল।
কলকাতার তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এদিন কলকাতার তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কাল তাপমাত্রা আরও একটি কমবে। রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
চলতি সপ্তাহে স্বস্তি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ৭ দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা থাকবে স্বস্তিকর। সঙ্গে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তাপপ্রবাহ থেকে মুক্তি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহ থেকেই রাজ্য বিশেষ করে দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলি তাপপ্রবাহের কবল থেকে মুক্তি পাবে। মঙ্গলবার গোটা রাজ্যে কোথাও তাপপ্রবাহ হবে না বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহে রাজ্যের তাপমাত্রা বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
রবিবার তাপপ্রবাহ
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের কবলে ছিল।
তাপপ্রবাহের পূর্বাভাস
সোমবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বীরভূম ঝাঁড়গ্রাম, বাঁকুড়ায়।
সোমবার থেকেই পারদ নিম্নগামী
সোমবার থেকেই তাপমাত্রার পারদ নিম্নগামী হবে। সোমবার থেকেই রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পরিস্থিতি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এতদিন শুষ্ক পশ্চিমা ও উত্তর পশ্চিমা বায়ু ঢুকছিল বাংলায়। এখন হাওয়া বদল হয়েছে। বঙ্গোপসাগর থেকে রাজ্য হুহু করে ঢুকছে জলীয় বাষ্প। কাছাকাছি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা তৈরির সম্ভাবনা রয়েছে। সেই কারণে বৃষ্টির উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।