
Rajarhat News: কাজের মাঝেই নামল মাটি ধস! নিখোঁজ ২ শ্রমিক, একজনের দেহ উদ্ধার, আতঙ্কে গোটা এলাকা
রাজারহাটে বহুতল নির্মাণের কাজ করতে গিয়ে চরম বিপত্তি। কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিক। এর পাশাপাশি আরও এক শ্রমিক নিখোঁজ। পাত কুয়া খোঁড়ার সময় আচমকা মাটি ধসে দুই শ্রমিক চাপা পড়ে যান। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ উদ্ধারকাজ চালায়।
রাজারহাটে বহুতল নির্মাণের কাজ করতে গিয়ে চরম বিপত্তি। কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিক। এর পাশাপাশি আরও এক শ্রমিক নিখোঁজ। পাত কুয়া খোঁড়ার সময় আচমকা মাটি ধসে দুই শ্রমিক চাপা পড়ে যান। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ উদ্ধারকাজ চালায়। নিখোঁজের পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েছেন।