- Home
- West Bengal
- West Bengal News
- RG কর-কাণ্ডে DNA-তে গন্ডোগোল! এক মহিলা-সহ পাঁচ জনের ডিএনএ নির্যাতিতার শরীরে
RG কর-কাণ্ডে DNA-তে গন্ডোগোল! এক মহিলা-সহ পাঁচ জনের ডিএনএ নির্যাতিতার শরীরে
- FB
- TW
- Linkdin
আরজি কর হত্যাকাণ্ড
আরজি কর হত্যাকাণ্ড নিয়ে রহস্য আরও বাড়াল DNA বিশ্লেষণের রিপোর্ট। সম্প্রতি সিবিআই পেয়েছিল সিএফএসএল -এর একটি রিপোর্ট।
সিএফএসএল রিপোর্ট
সিএফএসএল রিপোর্টে দাবি করা হয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে কোনও বীর্য নেই। তবে DNA রিপোর্ট নিয়ে দেওয়া হয়েছে চঞ্চল্যকর তথ্য।
যোনিদ্বারে ডিএনএ
DNAএর বিশ্লেষণ রিপোর্টে বলা হয়েছে, নির্যাতিতার যোনিদ্বারে একাধিক ব্যক্তির DNA রয়েছে। এক মহিলার DNA রয়েছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
DNA নমুনা বিশ্লেষণ
নির্যাতিতার যোনিদ্বার থেকে মেলা ডিএনএ নমুনার বিশ্লেষণে দেখা গিয়েছে, D12S391 মার্কারে অন্য মহিলার সঙ্গে নির্যাতিতার নমুনার মিশ্রণ স্পষ্ট। সেই অন্য মহিলার জেনোটাইপ হল 16/22।
২৯টি DNA
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ২৯টি ডিএনএ নমুনার বিশ্লেষণ করা হয়েছে।
ডিএনএ-তে গন্ডোগোল
কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি বা সিএফএসএলের রিপোর্টের ফলাফল পর্যালোচনা করে বিশেষজ্ঞদের দাবি , নির্যাতিতার বৃহৎ অন্ত্রের শেষ ভাগ, স্তনবৃন্ত, যোনিদ্বারে পাওয়া ডিএনএ-র নমুনায় রয়েছে গন্ডোগোল। কারণ এক মহিলার ডিএনএ রয়েছে সেখানে।
ডিএনএ নিয়ে প্রশ্ন
কীভাবে অন্য মহিলার ডিএনএ নির্যাতিতার শরীরে এল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সঞ্জয়ের ডিএনএ
রিপোর্টে বলা হয়েছে, নির্যাতিতার স্তনবৃন্তে পাওয়া ডিএনএ-র সঙ্গে মিলিছে সঞ্জয় রায়ের ডিএনএ।
তবে প্রশ্ন রয়েছে
৪টি অটোসোমাল মার্কার বিশ্লেষণে নাকি অন্য পুরুষেরও ডিএনএ থাকার ইঙ্গিত রয়েছে। এই আবহে ফের আরজি কর কাণ্ডে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে
পাঁচ জনের ডিএনএ
ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন স্যাম্পল কন্টামিনেটেড অর্থাৎ নির্যাতিতার শরীর থেকে যে ডিএনএ মিলেছে তাতে সঞ্জয় রায় এবং তরুণীর নিজের ডিএনএ ছাড়াও বাকি আরও পাঁচজনের ডিএনএ মিলেছে।
অজনা অপরাধী
আরজি কর কাণ্ডে অজনা এই অপরাধী কারা কারা? তাই নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। কারণ ডিএনএ পাওয়া গেলেও এদের সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি।