- Home
- West Bengal
- West Bengal News
- 'একদিন মুখ খুলবেই', আরজি করের নির্যাতিতার জন্মদিনে সঞ্জয় রায়কে নিয়ে বড় আশা বাবা ও মায়ের
'একদিন মুখ খুলবেই', আরজি করের নির্যাতিতার জন্মদিনে সঞ্জয় রায়কে নিয়ে বড় আশা বাবা ও মায়ের
আজ আরজি করের নির্যাতিতার জন্মদিন। কাকতালীয় হলেও আরজি করের ঘটনাও এই দিনেই ৬ মাসে পড়ল।

আরজি করের নির্যাতিতার জন্মদিন
আজ আরজি করের নির্যাতিতার জন্মদিন। কাকতালীয় হলেও আরজি করের ঘটনাও এই দিনেই ৬ মাসে পড়ল।
আরজি করের বিচার
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। নিম্ন আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
রায়কে চ্যালেঞ্জ হাইকোর্টে
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। তারা সঞ্জয়ের ফাঁসি চায়।
উল্টো সুর নির্যাতিতার পরিবারের
নির্যাতিতার পরিবার কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি চায় না। তাঁদের দাবি আরজি করের ঘটনার সঙ্গে সঞ্জয় রায় একা যুক্ত নয়। এই ঘটনায় আরও অনেকে ছিল। তাদেরও যথাযথ শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
নির্যাতিতার পরিবারের আশা
নির্যাতিতার পরিবা এখনও সঞ্জয় রায়কে নিয়ে আশায় রয়েছেন। তাঁদের আশা সঞ্জয় একদিন মুখ খুলবেই। সেই দিনই গোটা ঘটনা সামনে আসবে।
নির্যাতিতার পরিবারের দাবি
নির্যাতিতার পরিবারে দাবি, 'সঞ্জয় রায় সেই টনার একমাত্র প্রত্যক্ষদর্শী। তাই তাঁকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। আমাদের বিশ্বাস সঞ্জয় কোনও না কোনও দিন মুখ খুলবেই। অন্যান্য দোষীরাও ধরা পড়বে। '
তদন্ত নিয়েও প্রশ্ন
নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। আদালতেও দ্বারস্থ হয়েছেন। তাঁরা এদিনও জানিয়েছেন, 'যে চারজন সেই রাতে ঘটনার আগে আমার মেয়ের সঙ্গে বসে ডিনার করেছিলেন তাদের কোনও রকম জেরা পর্যন্ত করা হয়নি। এরা কাজের আড়াল করার চেষ্টা করছে?'
ভয়ঙ্কর অভিযোগ
আরজি করের নির্যাতিতার পরিবার ভিপি সুমিত রায় তফাদারের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের কথায় ভিপিও এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত।
নির্যাতিতার পরিবারের আক্ষেপ
নির্যাতিতার পরিবার জানিয়েছেন, আজ নির্যাতিতার ৩২ বছরের পা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর হল না।
স্মৃতি আগলে বাবা মা
নিহত মেয়ের সব স্মৃতি আগলেই বসে রয়েছেন নির্যাতিতার বাবা ও মা। তবে বিচারের দাবিতে তারা যে কোনও সময়ই পথে নামতে পারেন বলেও জানিয়েছেন। আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।