নির্যাতিতার মা বলেছেন, তাঁরা মেয়ের বিচারের দাবি নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান। তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাই। তিনি যদি তাঁর মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব।'
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান আরজি করের নির্যাতিতার বাবা ও মা। আরজি করের তরুণী চিকিৎসকের হত্যার তদন্ত আর বিচার নিয়ে তাঁদের অসন্তোষ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁরা প্রকৃত বিচার আর তদন্তের দাবি জানাতে চান। নারী দিবসের দিনে সেই ইচ্ছের কথা তাঁরা জানিয়েছেন। নির্যাতিতার মা বলেছেন, 'আমার মেয়ে চাইত ডাক্তার হতে। কিন্তু তাঁর নামটাই মুছে দেওয়া হচ্ছে। অপরাধীরা আরজি কর হাসপাতালে নির্ভয় ঘুরে বেড়াচ্ছে।' তাঁর দাবি তাঁর মেয়ে ন্যায় বিচার পাচ্ছে না। যদিও নির্যাতিতার মায়ের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
নির্যাতিতার মা বলেছেন, তাঁরা মেয়ের বিচারের দাবি নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান। তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাই। তিনি যদি তাঁর মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব।' নির্যাতিতার পরিবার এর আগে আরএসএস- প্রধান মোহন ভাগবতের সঙ্গেও দেখা করেছিলেন। সেখানেও তদন্ত আর বিচার নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছিলেন।
তবে আরজি করের নির্যাতিতার মায়ের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'আরজি করের নির্যাতিতার মা যেখানে যেতে চান যাবেন। একজন মায়ের অধিকার আছে কারোর সঙ্গে দেখা করার। আজকের এই দিনে আমি তাঁকে শ্রদ্ধা জানাব।'
যদিও এর আগে আরজি করের নির্যাতিতার পরিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। অমিত শাহের বঙ্গ সফরের সময়ই তাঁরা সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সময় অমিত শাহের সঙ্গে তাঁদের দেখা হয়নি। তবে অমিত শাহ নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তবে এবার আরজি করের নির্যাতিতার মা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন।
আরজি করে নির্যাতিতা হত্যাকাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। কিন্তু নির্যাতিতার পরিবারের বক্তব্য সঞ্জয় রায়ের একার পক্ষে গোটা ঘটনা ঘটানো সম্ভব নয়। হত্যাকাণ্ডের সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছে। তাদেরও শাস্তির দাবিতেই তাঁরা সরব হয়েছেন। যদিও আরজি করের নির্যাতিতার পরিবার সঞ্জয়ের ফাঁসি চায় বলেও আদালতে জানিয়েছেন। তাঁদের দাবি প্রকৃত দোষীদের সকলের শাস্তি হোক। আর নিজেদের অবস্থানে তাঁরা এখনও অনড় রয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


