বেহাল নদীর বাঁধ! জলমগ্ন একাধিক এলাকা! পুজোর আগে দুর্যোগের থাবা দক্ষিণ ২৪ পরগনায়
অবিরাম নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনার একাধিক নিচু এলাকা জলমগ্ন। বুধবার রাতভর টানা বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সকাল থেকেও অবিরাম বৃষ্টি চলছে। নদী এবং সমুদ্র উপকূলে বইছে দমকা ঝড়ো বাতাস।
অবিরাম নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনার একাধিক নিচু এলাকা জলমগ্ন। বুধবার রাতভর টানা বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সকাল থেকেও অবিরাম বৃষ্টি চলছে। নদী এবং সমুদ্র উপকূলে বইছে দমকা ঝড়ো বাতাস। বেহাল নদী এবং সমুদ্র বাঁধের মাটি নরম হয়ে যাওয়ায় চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। কোথাও বাড়ির মধ্যে ঢুকেছে জল, কোথাও আবার জলের তলায় যাতায়াতের রাস্তা।