বাসন্তীর পানিখালি ও সোনাখালিতে এসআইআর হেয়ারিং নিয়ে ক্ষোভ। সঠিক পদ্ধতিতে করার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের 

SIR-এর শুনানি নিয়ে এবার উত্তাল হল বাসন্তী। সঠিক পদ্ধতিতে শুনানি হচ্ছে না , এই অভিযোগ তুলে এবার পথে নামলেন বাসন্তীর পানিখালি ও সোনাখালির স্থানীয় বাসিন্দারা। যাদের অধিকাংশই সংখ্যালঘু। বিক্ষোভকারীদের অভিযোগ তাদের অকারণে হেনস্থা করা হচ্ছে। তথ্যের জন্য হেনস্থা করা হচ্ছে। আর সেই ঘটনার প্রতিবাদেই তারা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বলেও জানিয়েছেন।

এসআইআর নিয়ে যেন দিন দিন বেড়েই চলেছে সাধারণ মানুষের ক্ষোভ। বস্তুত প্রথমেই বলা হয়েছিলো, বাবা-মায়ের দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকলে সন্তানদের চিন্তার কিছু নেই। কিন্তু সেখানে বেশিরভাগ জায়গায় সন্তানদের হেয়ারিংয়ের নোটিশ এসেছে। কখনো বলা হচ্ছে, এই ডকুমেন্ট লাগবে পরক্ষণেই বাতিল করছেন নির্বাচন কমিশন। আর এই নিয়েই সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে দিন দিন।

মঙ্গলবার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পানিখালি মোড়ে সেখানকার মানুষজন রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এরফলে রাস্তার দুই দিকে গাড়ি জাম হতে থাকে, কিন্তু রোগীর গাড়ি ও স্কুল ছাত্র ছাত্রীদের কে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করা হয়, প্রতিবাদীদের তরফে। তাদের দাবি সঠিকভাবে করতে হবে এসআইআর, অযথা লোকজনকে হয়রানি বন্ধ করতে হবে। না হলে তারা আরো বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর, পথ অবরোধ তুলে নেওয়া হয়। অন্যদিকে, বাসন্তীর সোনাখালিতে ও এসআইআর নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বাসন্তী থানার পুলিশ। পরে অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়।