রাজ্য সরকারের উদ্যোগে প্লাস্টিকের রাস্তা নির্মাণ করা হলো। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্থান থেকে জোগাড় করা হয়েছে বর্জ্য প্ল্যাস্টিক।

দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং ২ নম্বর ব্লকে তাম্বুলদহ গ্রাম পঞ্চায়েতে গোবিন্দ নগর মোড় থেকে নাগরতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। যা সাধারণের কাছে প্ল্যাস্টিকের রাস্তা হিসেবেই পরিচিত। জেলার মধ্যে প্রথম প্লাস্টিক সংগ্রহ করে এই রাস্তা তৈরি করা হচ্ছে। প্লাস্টিকে রাস্তা উদ্বোধন করল দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা । রাস্তা বেহাল দশা ছিল। নিত্যদিনে মানুষের দুর্ঘটনার সাক্ষী থাকত এলাকার মানুষ। রাস্তার দাবী ছিল গ্রামবাসীদের।

রাজ্য সরকারের উদ্যোগে প্লাস্টিকের রাস্তা নির্মাণ করা হলো। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন স্থান থেকে জোগাড় করা হয়েছে বর্জ্য প্ল্যাস্টিক। গঙ্গাসাগর মেলা-সহ একাধিক স্থান থেকে আসা হয়েছে প্ল্যাস্টিক, পলিপ্যাক। সেইসব প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। প্লাস্টিক প্রক্রিয়া করে এবং কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে প্লাস্টিকের রাস্তা। যাতে বেশি দিন টেকে তারই ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় খুশি স্থানীয় বাসিন্দারা।

বিশেষজ্ঞদের কথায় এজাতীয় রাস্তায় অর্থার প্ল্যাস্টিক ব্যবহার করে যে রাস্তা তৈরি হয়েছে তা অনেকটাই মজবুত হয়। জল জমার কারণে দ্রুত নষ্ট হয় না। এই জাতীয় রাস্তায় ক্র্যাক বা ফাটল অনেক কম হয়। তাপ সহ্য করার ক্ষমতা সাধারণ পিচ রাস্তার তুলনায় বেশি। বিশেষজ্ঞদের কথায় জল জমে গেলেও এই জাতীয় রাস্তা ভেঙে যায় না। তাই ফেলে দেওয়া প্ল্যাস্টিক দিয়ে রাস্তা তৈরি করলে তাতে একদিকে যেমন অর্থ বাঁচে তেমনই তা টেকসই হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।