Narendra Modi: শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে এসে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি জনসভাতেও যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদায় জনসভা থেকে তৃণমূল কংগ্রেস (AITC) পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র আক্রমণ করলেন।

DID YOU
KNOW
?
তৃণমূলকে আক্রমণ মোদীর
শনিবার মালদার জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi in Malda: তৃণমূল কংগ্রেস (AITC) দল ও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়, বিজেপি (BJP) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে। শনিবার মালদা সফরে এসে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) ট্রেনের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার শাসক দল ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) পরিবর্তনের ডাক দিয়ে মোদী বলেন, ''এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন। আমি চাই, দেশের বাকি অংশের মতো বাংলার গরিবরাও পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পান। এখানে আয়ূষ্মান ভারত যোজনা চালু হোক। কিন্তু, আজ বাংলা পশ্চিমবঙ্গের একমাত্র এমন রাজ্য যেখানে পাঁচ লক্ষ টাকার আয়ূষ্মান যোজনা চালু হতে দেওয়া হয়নি। বিগত কয়েক বছরে এই যোজনায় দেশের কোটি কোটি গরিব মানুষ নিজেদের বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন। কিন্তু, তৃণমূল বাংলায় গরিব ভাই-বোনদের আয়ূষ্মান যোজনার লাভ নিতে দেয় না। এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন।'

'গরিব-বিরোধী তৃণমূল সরকার'

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদী আরও বলেন, 'কেন্দ্রের বিজেপি সরকার দেশে পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা (PM Surya Ghar: Muft Bijli Yojana) এনেছে। লক্ষ লক্ষ পরিবার এর লাভ নিয়ে নিজেদের বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট লাগিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার এর জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। আমি চাই, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিবারও এই বিনামূল্যে বিদ্যুতের লাভ পাক। আপনাদের ঘরে বিদ্যুতের বিলও শূন্য হয়ে যাক। কিন্তু, গরিবের ভালো হয় এমন সব কাজ এখানকার নির্মম তৃণমূল সরকার এগোতে দেয় না।'

মালদার আম চাষ নিয়েও তৃণমূলকে তোপ মোদীর

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মালদার কথা। মালদার বিভিন্ন সমস্যার জন্য তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মোদী বলেন, 'এখানে না ফ্যাক্টরি তৈরি হচ্ছে, না কৃষকরা কোনও সুবিধা পাচ্ছেন। মালদা-মুর্শিদাবাদের যুবকদের রুজি-রুটির জন্য অন্যত্র যেতে হচ্ছে। এখানকার আম চাষিদের অবস্থা বেহাল। তৃণমূল সরকার এখানে আমের সঙ্গে জড়িত উদ্যোগ বাড়ানোর জন্য ঠিক করে কাজ করেনি। আমের প্রক্রিয়াকরণ নিয়ে কোনও বড় চিন্তাভাবনা দেখা যায়নি। আপনাদের অধিকারের টাকাও আপনাদের দেয়নি।' অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙায় সংবাদমাধ্যমের উপর আক্রমণ নিয়েও সরব হন মোদী। অনুপ্রবেশকারী ইস্যুতে বারবার আক্রমণ করেন তৃণমূলকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।