সংক্ষিপ্ত
কলকাতা হাইকোর্টে রেখা পাত্রর আইনজীবী রাজদীপ মজুমদার জানিয়েছেন, বিজেপি প্রার্থী রেখার বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করা হয়েছে।
হাইকোর্টে বড় স্বস্তি পেল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আগামী ১৪ জুন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছে।
গত ৬ মে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি। সেই সময় দুই পক্ষেপ মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ অস্ত্র উদ্ধার করলেও অভিযুক্তরা এখনও ফেরার। এই ঘটনার পর থানার সমনে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্বে ছিলেন রেখা পাত্র। তাতেই রেখা পাত্র সহ বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এফআইআরও দায়ের করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছিল রেখা পাত্র।
এদিন কলকাতা হাইকোর্টে রেখা পাত্রর আইনজীবী রাজদীপ মজুমদার জানিয়েছেন, বিজেপি প্রার্থী রেখার বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করা হয়েছে। আসনে সন্দেশখালির মহিলাদের ওপর অত্যাচার ও জমি দখলের প্রতিবাদ করার জন্যই রাজনৈতিক প্রতিহিংসার জন্য মামলা করা হয়েছে। তিনি আরও বলেন রেখাকে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে হামলার ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। রেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আইনজীবী রেখার বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন। পাশাপাশি তাঁর নিরাপত্তার ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের আইনজীবী জানিয়েছেন, অস্ত্র উদ্ধার হলেও অভিযুক্তদের ধরা যায়নি। পুলিশ মামলা শুরু করেছে। গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও চিহ্নিত করেছেন। আদালত তৃণমূল নেতার বাড়িতে হামলাকারীদের খুঁজে বার করতে বলেছে।
পঞ্চম দফাতেই সরকার গঠন নিয়ে আশাবাদী অমিত শাহ, জানিয়েছেন কটা আসন পাবে NDA
দুই পক্ষের সওয়াল জবাব শোনার পরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ১২ জুন পর্যন্ত এফআইআর স্থগিত রাখার। আগামী ১২ জুন পরবর্তী শুনানি। তবে ১৪ জুন পর্যন্ত রেখা পাত্রর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী ২৫ মে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ আগামী ৪ জুন। অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই রেখার বিরুদ্ধে পজক্ষেপ করতে পারবে পুলিশ।
মমতাকে নোংরা কথা বলার শাস্তি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, মুখ খুললেন দেবাংশু