
Sandeshkhali Case : ট্রাক দিয়ে পিষে মারার চক্রান্ত! সন্দেশখালির ভোলা ঘোষ হত্যাচেষ্টা মামলায় জালে মূল আসামি
Sandeshkhali Case : লক্ষাধিক টাকার সুপারি নিয়ে খুনের ছক! নেজাট হত্যাকাণ্ডে ঘাতক ট্রাকের চালক আলিম মোল্লাকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে মোট ৫ জন জালে। ভোলা ঘোষের ছেলে ও চালকের মৃত্যুর নেপথ্যে আসল রহস্য কী?
Sandeshkhali Case : ন্যাজাট হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল পুলিশ। সন্দেশখালির ভোলা ঘোষকে ট্রাক দিয়ে পিষে খুনের চেষ্টার অভিযোগে মামলার মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এই চাঞ্চল্যকর মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত আলিম মোল্লাই ছিল সেই ঘাতক ট্রাকের চালক। অভিযোগ, লক্ষাধিক টাকার ‘সুপারি’ বা চুক্তি নিয়ে ভোলা ঘোষকে খতম করার ছক কষেছিল সে। পরিকল্পনা মাফিক বাসন্তী রোডের ওপর একটি ১৬ চাকার বিশালাকার ট্রাক দিয়ে ভোলা ঘোষের গাড়িকে পিষে দেওয়ার চেষ্টা করে আলিম। এই ভয়াবহ দুর্ঘটনায় ভোলা ঘোষ প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ছোট ছেলে এবং গাড়ির চালকের।
ঘটনার পর থেকেই পলাতক ছিল আলিম মোল্লা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার নেপথ্যে গভীর কোনো ষড়যন্ত্র বা রাজনৈতিক শত্রুতা থাকতে পারে। টাকার বিনিময়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার ধৃত আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ষড়যন্ত্রের পেছনে আরও কারা জড়িত এবং টাকার উৎস কী ছিল, তা জানার চেষ্টা করবে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা নিয়ে তল্লাশি জারি রেখেছে প্রশাসন।