- Home
- West Bengal
- West Bengal News
- Sheikh Shahjahan: সন্দেশখালির শাহজাহানের নতুন বায়না! আয়কর জমা দিতে চেয়ে আদালতে আবেদন
Sheikh Shahjahan: সন্দেশখালির শাহজাহানের নতুন বায়না! আয়কর জমা দিতে চেয়ে আদালতে আবেদন
- FB
- TW
- Linkdin
সন্দেশখালির শেখ শাহজাহান
সন্দেশখালির শেখ শাহাজাহান বর্তমানে বিচারাধীন বন্দি। ব্যাঙ্কশাল আদালতে তাঁর আইনজীবী সম্পূর্ণ অন্যরকম আবেদন জানিয়েছেন।
শাহজাহানের আবেদন
শাহজাহানের আইনজীবীর আবেদন তাঁর মক্কেল আয়কর জমা দিতে চান। কিন্তু দিতে পাচ্ছেন না।
আয়কর জমা দিতে না পারার কারণ
আইনজীবী জানিয়েছেন , ইডি তাঁর মক্কেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রেখেছে। আর সেই কারণে ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্টেটমেন্ট দিতে চাইছেন না।
আদালতে আবেদন
শাহজাহানের আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন, আদালত যদি তার মক্কেলের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার জন্য নির্দেশ দেয়।
গাড়ি নিয়ে আবেদন
সন্দেশখালির শেখ শাহজাহানের অন্য একটি আবেদন হল গাড়ি ফিরত পাওয়া। তাঁর গাড়ি আটক করে রেখেছে তদন্তকারী সংস্থা। সেই গাড়ি যাতে ফিরিয়ে দেওয়া হয় তার আবেদনও জানান।
আদালতের নির্দেশ
যদিও এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট নির্দেশ দেয়নি আদালন। ব্যাঙ্কশাল আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্য়ায়ের এজলাসে শুনানি হয়েছিল। মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারক।
মৌখিক রায়
বিচারক মৌখিকভাবে জানিয়েছেন, প্রয়োজন হলে শাহজাহানের আইনজীবী ইডির কাছে আবেদন জানাতে পারেন। তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি গাড়ি ফিরত নিয়েও একই কথা বলেছেন।
আদালতে পেশ
শাহজাহান ছাড়াও সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শিবু হাজরা, দিদার বক্স ও শেখ আলমগিরকে আদালতে পেশ করা হয়েছিল।
পরবর্তী শুনানি
আগামী ২২ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি ব্যাঙ্কশাল আদালতে।
ইডির তদন্ত
সন্দেশখালিতে জমি-দখল সংক্রান্ত মামলায় শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চালাচ্ছে ইডি।