সংক্ষিপ্ত

আর আলাদা করে টিউশন করতে পারবেন না স্কুলের শিক্ষকরা! কড়া পদক্ষেপ নিল আদালত

আর স্কুলের শিক্ষকদের কাছে পড়তে পারবেন না ছাত্রছাত্রীরা! সরকারি স্কুলের শিক্ষকদের টিউশন করায় নিষেধাজ্ঞা জারি করল স্কুল শিক্ষা দফতরের প্রধান বিচারপতি টি এস শিবগণনমের ডিভিশন বেঞ্চ। আগামী আট সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

আর টিউশন পড়াতে পারবেন না কর্মরত স্কুল শিক্ষকরা এই নিয়মই মানা উচিত শিক্ষার অধিকার আইন অনুসারে। কিন্তু তারপরেই আলাদা করে টিউশন পড়ান বহু সরকারি শিক্ষক শিক্ষিকারা। যার দরুণ এবার কড়া ভাবে আলাদা করে টিউশন ব্যাচ করানোর উপরে নিষেধজ্ঞা জারি করা হয়েছে।

আগে থেকে এমন নিয়ম করা থাকলেও সরকারি শিক্ষকরা তা মানেননি তাই। আদালতে মামলা করেন গৃহশিক্ষকদের পেশায় যুক্ত একটি সংগঠন গৃহশিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এবার স্কুল শিক্ষক দফতরকে বিশেষ কমিটি গঠন করতে বলা হয়েছে। প্রধান শিক্ষকদের মুচেলেখা ঠিক কি না এবং কী করে এই প্রাইভেট টিউশন বন্ধ করা যায়, সেই বিষয় বিশেষ ভাবে নজরদাড়ি করবে আদালত"