সংক্ষিপ্ত

নিরাপত্তা বাড়ান হল ফ্রেজারগঞ্জেও! জলসীমায় বিশেষ নজরদাড়ি করতে এল এস এয়ার কুশিয়ন ভেসেল

এবার জলসীমাতেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে ভারত। এবার ফ্রেজারগঞ্জে এস এয়ার কুশিয়ন ভেসেল।

জলে ও স্থলে দুই জায়গাতেই স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে এই এয়ার কুশিয়ন ভেসেল।

মঙ্গলবার থেকেই যাত্রা শুরু করছে এই বিশেষ যান। ভারতীয় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এই এয়ার কুশিয়ন ভেসেল দিয়ে পেট্রোলিং করা হবে। এর সাহায্যেই কড়া নজরদারি চালান হবে সীমান্তে।

ভারত ও বাংলাদেশের মধ্যে একটা বিশাল জনসীমা রয়েছে। সুন্দরবন ও বঙ্গোপসাগরে কড়া নজরদাড়ি করছে উপকূল রক্ষা বাহিনী।

যে সমস্ত মৎসজীবীরা সমূদ্রে মাছ ধরতে যান। তাঁদেরও নিরাপত্তা দেন এই নিরাপত্তা বাহিনী। বহুক্ষেত্রেও বাংলাদেশ থেকে জলদস্যু ও ওদেশের মৎসজীবীরাও ভারতে ঢুকে পড়েন সেক্ষেত্রে তাদেরও দ্রুত চিহ্নিত করতে এই এয়ার কুশিয়ন ভেসেল অত্যন্ত সাহায্য করবে।

অগভীর জলেও ভাল ভাবে চলতে পারবে এই

অগভীর জলেও স্বচ্ছন্দে চলবে এই ভেসেল। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণেও এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ভারত। বিশেষ নজরদাড়ি চলছে জলসীমানায়।