- Home
- West Bengal
- West Bengal News
- দানার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা
দানার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা
কিছুক্ষণ পরেই ওড়িশার উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'দানা'। ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'দানা', পশ্চিমবঙ্গেও দুর্যোগের আশঙ্কা
বৃহস্পতিবার গভীর রাতে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'দানা'। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি, তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস বইতে পারে।
ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলবর্তী অঞ্চল থেকে ৬ লক্ষ মানুষকে সরানো হয়েছে
ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পড়ার আগেই ওড়িশার উপকূল থেকে সাড়ে তিন লক্ষ মানুষ এবং পশ্চিমবঙ্গের উপকূল থেকে আড়াই লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, সতর্ক পুলিশ-প্রশাসন
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পর থেকেই তীব্র ঢেউ দেখা যাচ্ছে। উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশায় দমকা বাতাসের পাশাপাশি প্রবল বৃষ্টি হতে পারে।
সর্বাধিক প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে স্থলভাগে আছড়ে পড়তে পারে 'দানা'
মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়িশার উপকূলে প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে হানা দিতে পারে ঘূর্ণিঝড় 'দানা'। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি না পড়লেও, প্রবল বৃষ্টি হতে পারে।