সংক্ষিপ্ত
Shashi Panja on third gender: মঙ্গলবার তৃতীয় লিঙ্গের বিষয়ে বিস্তারিত জানালেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
পশ্চিমবঙ্গে তৃতীয় লিঙ্গের (Third gender) মানুষরা কী কী সুবিধে পাবেন? কী কী ব্যবস্থা রয়েছে তাঁদের জন্য? মঙ্গলবার এই সব বিষয়ে বিস্তারিত জানালেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। লালগোলার বিধায়ক মহম্মদ আলি তৃতীয় লিঙ্গ সংক্রান্ত বিষয় উত্থাপন করেন। তিনি জানতে চান এই সম্প্রদায়ের মানুষ সংরক্ষণ পাবেন কিনা, চাকরির ক্ষেত্রে কী কী সুবিধে রয়েছে- তারই উত্তর দেন শশী পাঁজা।
শশী পাঁজা বলেন, ২০১১ সালে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই তৃতীয় লিঙ্গের মানুষের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্র আইন আনার আগেই এই রাজ্যে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত ২০১৪ সালে সুপ্রিম কোর্ট রূপান্তরিত ও রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দেয়। মন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাবতীয় পদক্ষেপ করেছে রাজ্য সরকার।
শশী পাঁজা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ চাকরির জন্য আবেদনপত্রে জায়গা রয়েছে। তাঁদের ভোটাধিকারের জন্যই রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন। অতিমারির সময়ও তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তৃতীয় লিঙ্গের আলাদা শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। তিনি আরও বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ যাতে সমাজে জায়গা পায়, সমাজে তাদের যাতে গ্রহণযোগ্যতা বাড়ে তারজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষদের ক্ষেত্রে সেল্ফ ডিক্লারেশনই যথেষ্ট। জেলাশাসকের কাছে আবেদন করলে শংসাপত্র বা পরিচয়পত্র পেতে তাঁদের অসুবিধা হবে না।
তবে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য ব্যবস্থা না নেওয়ায় তিনি পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের সরকার আসার আগে কোনও ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন ২০১১ সাল থেকে কী কী করা হয়েছে তারই খতিয়ান তিনি তুলে ধরেছেন।