উচ্চশিক্ষার জন্য কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হন। এরপর মুম্বাই আইআইটি থেকে পড়াশোনা শেষ করেন তিনি। পরবর্তীতে ইউপিএসসি পরীক্ষা দেন, আর সেই পরীক্ষাতেই বাজিমাত। গোটা দেশের মধ্যে তিনি হলেন প্রথম ।

ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম ২০২৪ এ সারা ভারতে প্রথম স্থান অধিকার করে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির ছেলে জয়দীপ রায়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো কঠিনতম পরীক্ষায় এত বড় সাফল্য অর্জন করায় গর্বিত গোটা শহর। এই মেধাবী ছাত্রকে সংবর্ধিত করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাকে সম্মান জানাতে পেরে ভালো লাগছে বলেন মেয়র।

শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ রায় শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে তার পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হন। এরপর মুম্বাই আইআইটি থেকে পড়াশোনা শেষ করেন তিনি। পরবর্তীতে ইউপিএসসি পরীক্ষা দেন, আর সেই পরীক্ষাতেই বাজিমাত। গোটা দেশের মধ্যে তিনি হলেন প্রথম । এই খবর প্রকাশিত হতেই শিলিগুড়ি তো বটেই বাংলার গর্বের মুকুটে জুড়ল আরও একটি পালক।

জয়দীপ রায় জানিয়েছেন, আর কিছুদিন পরেই তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক হিসেবে যোগদান করতে চলেছেন। তিনি বলেন, এই সম্মান পেয়ে আমি গর্ব অনুভব করছি । খুব খুশি লেগেছে শিলিগুড়ির মেয়রের হাত থেকে সংবর্ধনা নেওয়ার মুহুর্তে । এই পরীক্ষায় এমন রেজাল্টে আমার পরিবার যথেষ্ট খুশি । নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করা নিয়ে তিনি উৎসাহ প্রকাশ করলেন। তিনি নতুন প্রজন্মকে এইসব পরীক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে বলেন, সারাবছর ধরে প্রস্তুতি ঠিকঠাক নিতে পারলে সাফল্যলাভ হবে।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানালেন, এমন কৃতী ছাত্রের জন্য আমরা সকলে গর্ব অনুভব করছি । শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ ইউপিএসসি-তে প্রথম হওয়ার খবর উৎসাহিত করবে অন্যদেরও। মেয়র জানান তার এই জয় মৌলিক গবেষণার ক্ষেত্রে রাজ্য তথা দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় ছাপ রাখতে পারবে। এছাড়াও সৌভিক সাহা বলেও আরেকজন কৃতী ছাত্র সফলতা পেয়েছে এই একই পরীক্ষায়। তাকেও এদিন শুভেচ্ছা জানালেন মেয়র।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।