
SIR Hearing : কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে সপাটে চড়! মারল কারা? কী প্রতিক্রিয়া শুভেন্দুর!
SIR Hearing : কুমারগঞ্জের জাকিরপুর পঞ্চায়েতে এসআইআর শুনানি ঘিরে চরম উত্তেজনা। নথিতে 'নো ম্যাচিং' থাকায় ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত দুই মাইক্রো অবজারভার। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন পুলিশ ও র্যাফ। জানুন বিস্তারিত।
SIR Hearing : কুমারগঞ্জ ব্লক চত্বরে এসআইআর শুনানি শিবিরকে ঘিরে শনিবার বিকেলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ব্লক অফিস সংলগ্ন আইসিডিএস অফিসে চলছিল শুনানি শিবির। সেখানে কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর পঞ্চায়েতের ১২৩, ১২৪ ও ১২৫ নম্বর বুথের ভোটারদের শুনানি নেওয়া হচ্ছিল। অভিযোগ, শুনানির সময় দুই শতাধিক মানুষের নথিতে 'নো ম্যাচিং' লেখা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন হেয়ারিংয়ে আসা কয়েকশো মানুষ। অভিযোগ ওঠে, উত্তেজিত জনতা ঘরের মধ্যেই মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই ও দিলীপ লাকড়া নামে আরও এক আধিকারিককে মারধর করে। দিব্যেন্দু গড়াই এলআইসি-র কর্মী এবং দিলীপ লাকড়া কৃষি দফতরের কর্মী বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়। সূত্রের দাবি, খোদ বিডিও আহত দুই আধিকারিককে উদ্ধার করে নিজের চেম্বারে নিয়ে যান।