Death News: ঘরের মধ্যে মাকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার ছেলে। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য এলাকায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
মহেশতলা: গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বাড়ির ভিতর থেকে মায়ের পোড়া দেহ উদ্ধার। ঘটনায় আটক ছেলে। মাকে খুন করেই কি দেহ লোপাটের চেষ্টা ছেলের! উঠছে প্রশ্ন। মহেশতলা পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদ চন্ডীতলা এলাকায় ঘটে ঘটনাটি। চন্ডীতলা এলাকাতেই নিজেদের বাড়িতে মা বিজলি ঘোষ(৭০) ও ছেলে সঞ্জয় ঘোষ(৫০) থাকতেন।
স্থানীয় সূত্রে খবর ছেলে সঞ্জয় ঘোষ মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন আগে নিজের মাকে মারধরো করে সঞ্জয়। শুক্রবার সকাল থেকে স্থানীয়রা পচা গন্ধ অনুভব করতে থাকে। সন্ধ্যাবেলায় হঠাৎ রহস্যজনকভাবে বাড়ির ভিতর থেকে ধোয়া দেখতে পায় স্থানীয়রা।
এরপরই খবর দেওয়া হয় দমকলে এবং মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং মহেশতলা থানার পুলিশ। পুলিশ পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে মা বিজলী ঘোষকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায়। দমকল কর্মীরা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে এনে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘরের ভিতর থেকেই ছেলে সঞ্জয় ঘোষকে আটক করে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ। ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন থেকে চারদিন ধরে মা বিজয়ী ঘোষকে দেখা যাচ্ছিল না। তাহলে আগেই কি বিজলী ঘোষকে খুন করে পরে দেহ লোপাটের চেষ্টা করছিল ছেলে? সে বিষয়ে এবার দানা বাঁধছে রহস্য। পুলিশ ইতিমধ্যেই ছেলেকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।
এদিকে, দুপুর বারোটা বাজলেও স্কুলে দেখা নেই কোনও শিক্ষকের। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে ছুটোছুটি করছে। হচ্ছে না পঠন পাঠন। ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দারা এবং শিশুদের অভিভাবকরা স্কুলের গেটে তালা লাগিয়ে করলেন বিক্ষোভ। ঘটনা নদীয়ার কৃষ্ণনগর দোগাছি গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রাম স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের। এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ে তিন জন শিক্ষক রয়েছে। তারা কোনও দিনই সময় মতো স্কুলে আসেন না। আর তাতেই বাচ্চারা ঘুরে ফিরে বেড়ায় স্কুলের মধ্যে।
সূত্রের খবর, আগে এই বিদ্যালয় বেশ ভালো নাম করেছিল শিক্ষার অগ্রগতিতে। কিন্তু বর্তমানে শিক্ষকদের অবহেলায় এই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অন্যত্র চলে যাচ্ছে পড়াশোনা করতে। ধুঁকছে বিদ্যালয়ের শিক্ষাগত পরিকাঠামো। দীর্ঘদিন ধরে এই ঘটনা বারবার প্রকাশ্যে আসছে বিদ্যালয়ের শিক্ষকদেরকে সমস্ত ঘটনা জানিয়ে হয়নি কোনও সুরাহা। তাই এদিন এলাকাবাসীরা একত্রিত হয়ে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তাদের দাবি, যতক্ষণ না এসআই এসে এই শিক্ষকদের বদলি করছে কিংবা স্কুল পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


