Budge Budge : জিম করা স্মার্ট ভাগ্নের প্রেমে মজে ছিল মামি! বজবজে মৃত্যুর নেপথ্যে রহস্য ঘনীভূত

Budge Budge Extramarital Affair News : দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ায় প্রেমঘটিত সম্পর্কের জেরে রহস্যজনকভাবে মৃত্যু হল এক বিবাহিত মহিলা ও তার পরিজনের এক আত্মীয়ের।

 

Arup Dey | Updated : Apr 16 2025, 12:43 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

Budge Budge Extramarital Affair News : দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ায় প্রেমঘটিত সম্পর্কের জেরে রহস্যজনকভাবে মৃত্যু হল এক বিবাহিত মহিলা ও তার পরিজনের এক আত্মীয়ের। মৃতরা হলেন নন্দনপুরের বাসিন্দা অনন্যা সর্দার (১৯) এবং পাইকপাড়ার রকি ওরফে রাকেশ বাগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনন্যার সঙ্গে রণজিৎ সর্দারের ১০ বছরের বিবাহিত সম্পর্ক ছিল এবং তাদের আড়াই বছরের একটি সন্তানও রয়েছে। তবে সম্প্রতি রনজিতের পিসতুতো দিদির ছেলে রকির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন অনন্যা। রকি একটি প্রাইভেট সংস্থায় কর্মরত ছিলেন এবং তার মামার বাড়িতে প্রায়শই যাতায়াত করতেন।

গতকাল রাতে কী ঘটেছিল তা এখনও অস্পষ্ট। পরিবারের সদস্যরা জানান, রাতে দুজনেই আলাদা বাড়ি থেকে দীর্ঘক্ষণ ফোনে কথা বলার পর হঠাৎই এই মর্মান্তিক ঘটনা ঘটে। অনন্যাকে গুরুতর অবস্থায় বজবজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। একইভাবে রকিরও মৃত্যু হয়।

পুলিশ দুইজনের মোবাইল বাজেয়াপ্ত করেছে এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read More

Related Video