Jibantala Girl Dead Body : জীবনতলায় এমন ঘটনা! নাবালিকার 'রহস্যমৃত্যু' ঘিরে তীব্র চাঞ্চল্য

Jibantala Girl Dead Body : দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির অন্তর্গত বাঁশরা গ্রাম পঞ্চায়েতের শক্তিপল্লী এলাকায় এক নাবালিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Share this Video

Jibantala Girl Dead Body : পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর প্রায় ২টো নাগাদ নাবালিকার মা বাড়ি ফিরে ঘরের মধ্যে মেয়েকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেওয়া হয় এবং ঘটনার খবর পেয়ে ঘুটিয়ারী শরীফ পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

পুলিশ প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। যদিও স্থানীয়দের দাবি, ওই নাবালিকাকে রাতের অন্ধকারে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

Related Video