Shalimar Station: হাওড়ার শেষ প্রান্তে গঙ্গার ধারে অবস্থিত শালিমার স্টেশন দুই দশক আগেও মূলত মালগাড়ি যাতায়াতের জন্য ছিল। কিন্তু এখন এই স্টেশনের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে।
South Eastern Railway Zone: আড়াই-তিন দশক আগে কোনও ব্যক্তি যদি শালিমার স্টেশনে (Shalimar Station) গিয়ে থাকেন এবং দীর্ঘদিন পর এখন যান, তাহলে নিঃসন্দেহে চমকে যাবেন। সেই সময় দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) এই প্রান্তিক স্টেশন ছিল কার্যত জনশূন্য। সাঁতরাগাছি-শালিমার লোকাল এবং মালগাড়ি (Goods Train) ছাড়া সেই সময় শালিমারে আর কোনও ট্রেন যেত না। ফলে দিনের বেশিরভাগ সময় এই স্টেশন ফাঁকা থাকত। ওয়াগন ব্রেকারদের রাজত্ব ছিল। কিন্তু এখন দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশনই শুধু নয়, হাওড়া স্টেশনের (Howrah Station) বিকল্প হয়ে উঠছে শালিমার। রেলের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে হাওড়া স্টেশনের বিকল্প হয়ে উঠবে শালিমার। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরুও হয়ে গিয়েছে। শালিমার স্টেশন থেকে এখন অনেক এক্সপ্রেস ট্রেন ছাড়ছে। ভবিষ্যতে এই সংখ্যা বাড়বে।
শালিমার স্টেশনে কী কাজ হচ্ছে?
দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শালিমারে স্টেশন বিল্ডিং তৈরির কাজ চলছে। এছাড়া ১২ মিটার চওড়া জোড়া ফুটব্রিজ তৈরি হচ্ছে। নতুন পার্কিং লট তৈরি হচ্ছে। গাড়ি যাতায়াতের জন্য ভালো রাস্তা তৈরি হচ্ছে। সাবওয়ে, আন্ডারপাস তৈরি হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য নতুন টিকিট কাউন্টার, এসকেলেটর, ট্র্যাভেলেটর, র্যাম্পের মতো আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। সব কাজ হয়ে গেলে শালিমার স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
যাত্রী সুরক্ষায় জোর
শালিমার স্টেশনের বাইরে এবং আশেপাশে দুষ্কৃতীদের দৌরাত্ম্যের ঘটনা নতুন কিছু নয়। বারবার গোলমাল হয়েছে। এর আঁচ যাতে রেলের যাত্রীদের উপর না পড়ে, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্টেশনে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হচ্ছে। সর্বত্র সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। কারা স্টেশনে ঢুকছেন এবং বেরোচ্ছেন, তার উপরেও নজর রাখা হচ্ছে। অবাঞ্চিত ব্যক্তিদের স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গত বছর লোকসভা নির্বাচনের আগে হাওড়ার সাঁকরাইলে প্রচারে এসে শালিমার ও সাঁতরাগাছি স্টেশনের উন্নতির জন্য কাজ করার কথা বলেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী কাজ চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
