সংক্ষিপ্ত
শুনানিতে সুপ্রিম কোর্ট চাকরিবাতিলে ওপর স্থগিতাদেশ দেয়নি। যোগ্য ও অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
চাকরিহারাদের উদ্বেগ আরও বাড়ল। সুপ্রিম কোর্টে পিছেয়ে গেল এসএসসি মামলার শুনানি। সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালত সূত্রের খবর এই মামলার শুনানি পিছিয়ে গেছে। মামলার শুনানি হবে মঙ্গলবার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুনবে ২৬ হাজার চাকরি বাতিলের মামলা। এদিন এই মামলার সঙ্গে যুক্ত একদল আইনজীবীদের একাংশের আশা ছিল, সুপ্রিম কোর্টে এসএসসির যোগ্য ও অযোগ্যদের তালিকা নিয়ে এদিন বিস্তারিত শুনতে পারে। কিন্তু এই বিষয় সুপ্রিম কোর্ট শুনবে কিনা তা জানা যাবে আগামিকাল।
আগের শুনানিতে সুপ্রিম কোর্ট চাকরিবাতিলে ওপর স্থগিতাদেশ দেয়নি। যোগ্য ও অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। সোমবার বিস্তারিত শুনানি হওয়ার কথা বলেছিলেন তাঁরা। কিন্তু সেই মামলাই সুপ্রিম কোর্ট শুনবে মঙ্গলবার।
আরবদেশে পাকিস্তানের তুলনায় ভারতের শ্রমিকদের চাহিদা বেশি কেন? পাক সাংবাদিকের ভিডিও ভাইরাল
গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশনের বেঞ্চের রায়ের কারণে এক ধাক্কায় চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, মধ্য শিক্ষা পর্ষদ ও এসএসসি। চারকিহারাদের একাংশও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত ১০টি মামলা একত্রে শুনানির কথা ছিল সোমবার। আগের শুনানিতেই সুপ্রিম কোর্ট বলেছিল , ৮ হাজার নিয়োগ বেআইনি হয়েছে। তাহলে কেন ২৩ হাজারের চাকরি বাতিল করা হয়েছে। পাল্টা প্রশ্ন প্রধান বিচারপতির। তিনি বলেন, বেআইনিভাবে নিয়োগ হয়েছে। এমন অভিযোগ জানানোর পরেও কীভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা। কেন সুপার নিউমেরিক পোস্ট বা বাড়তি পদ তৈরি করা হয়েছে। যদিও সেই সময়ই সুপ্রিম কোর্টে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের ওপর অন্তবর্তী নিষেধাজ্ঞা জারি করেছিল।
Crime News: মসজিদে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করে খুনের হুমকি, কাঠগড়ায় মসজিদেরই ইমাম
ঘাটালে দেবের প্রতিপক্ষ বিজেপির হিরণ কোটিপতি, কিন্তু মাথার ওপর রয়েছে কোটি টাকার দেনার চাপ