'এই সরকারকে না তাড়ালে বারবার এমন ঘটবে', ২৬ হাজার চাকরি বাতিলে ক্ষোভ উগড়ে দিলেন মিঠুন চক্রবর্তী
তিল হয়েছে ২৬ হাজার চাকরি। এই ইস্যুতে বলিউড সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী জানান 'এই সরকারকে না তাড়ালে বারবার এমন ঘটবে'।
সুপ্রিম কোর্টের রায়ে SSC-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল। যাতে বাতিল হয়েছে ২৬ হাজার চাকরি। এই ইস্যুতে বলিউড সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী জানান 'এই সরকারকে না তাড়ালে বারবার এমন ঘটবে'। দেখুন আর কী বলছেন তিনি।