SSC Job Cancellation News : কারা নেবে এখন ক্লাস? ৮ জন 'যোগ্য' শিক্ষকের চাকরি চলে গেছে, চাঞ্চল্য
SSC Job Cancellation News : সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল শীতলপুর মোবারকপুর হাই স্কুলের ৮ শিক্ষকের, বিজ্ঞান বিভাগে অনিশ্চয়তা। সুপ্রিম কোর্টের এক রায়ের ফলে মালদার শীতলপুর মোবারকপুর হাই স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে মোট ৮ জন শিক্ষককে।
SSC Job Cancellation News : সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল শীতলপুর মোবারকপুর হাই স্কুলের ৮ শিক্ষকের, বিজ্ঞান বিভাগে অনিশ্চয়তা। সুপ্রিম কোর্টের এক রায়ের ফলে মালদার শীতলপুর মোবারকপুর হাই স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে মোট ৮ জন শিক্ষককে। এদের মধ্যে ছয়জন ছিলেন ভৌতবিজ্ঞান (ফিজিক্যাল সায়েন্স) এবং দু’জন রসায়ন (কেমিস্ট্রি) বিভাগের শিক্ষক। ফলে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ কার্যত বন্ধ হওয়ার মুখে পড়েছে। এই ঘটনায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষক সংকটের কারণে বিজ্ঞান বিভাগের ক্লাস নেওয়ার মতো যোগ্য শিক্ষক এখন বিদ্যালয়ে নেই। ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে—এখন কারা নেবেন ক্লাস? কীভাবে চলবে পাঠদান? এই সংকটে দ্রুত পদক্ষেপ না নিলে শিক্ষার মান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ বড় ধাক্কা খেতে পারে।