সংক্ষিপ্ত
২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তাঁর ও বান্ধবীর বাড়ি ও ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রচুর হিসেব বহির্ভূত টাকা।
নিয়োগ দুর্নীতি মামলায় আবার জামিনের আবেদন জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সিবিআই বিশেষ আদালতে জামিনের আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। আদালত জানিয়েছে এই ১৩ নভেম্বর এই মামলার শুনানি হবে। তদন্তের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল সিবিআই। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকেও জেল হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল সিবিআই। সেই মত তাঁকে ১৩ নভেম্বর পর্যন্ত দুই জনকেই জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। যদিও এর আগে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তাঁর ও বান্ধবীর বাড়ি ও ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রচুর হিসেব বহির্ভূত টাকা। টাকার উৎস সন্ধান দিতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীকালে তদন্তের ভার নেয় সিবিআই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেই থেকে জেলেই রয়েছেন পার্থ।
সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পা ফুলে গেছে। চর্মরোগও দেখা গিয়েছে। শরীরিকভাবেও দুর্বল হয়ে গেছেন পার্থ। মঙ্গলবার জেলে গিয়েই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ডও। বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। ওজনবৃদ্ধি সহ একাধিক সমস্যা ছিল তাঁর। পায়েরও সমস্যা ছিল। ২০২২ সাল থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় জেল বন্দি পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ও তাঁর বান্ধবী অর্পিতার বাড়়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর টাকা। হিসেব বহির্ভূত সেই সম্পত্তি নিয়োগ দুর্নীতি থেকে এসেছে বলেও দাবি করে সিবিআই কর্তারা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।